স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরে মিছিল করার সময় হিজবুর তাহরির মো. নাফিস (২৭) নামে এক সদস্য পুলিশের গুলিতে আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন নাফিসের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুরের ইকবাল রোডের পোস্টঅফিসগলি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি নাফিস হিজবুর তাহরির সদস্য।

মোহাম্মদপুর থানার এসআই রাজিব জানান, জুমার নামাজের পর ১০-১২ জন হিজবুর তাহরির সদস্য মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে জোরপূর্বক মিছিলটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয়। এরপর পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নাফিস পিঠে এবং বাম পায়ে গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

নাফিস মোহাম্মদপুরের ২৩/বি, রোড ৪ এর মোহাম্মিদীয়া হাউজিং লিমিটেডের তৃতীয় তলায় থাকত। তার বাবার নাম আব্দুস সালাম।

(ওএস/এটিআর/অক্টোবর ১৭, ২০১৪)