বগুড়া প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলনের কোনো ইস্যু নেই, নেই কোনো প্রস্তুতিও। এ জন্য সরকার তাদের আন্দোলনে বাধা দেবে না। দেওয়ার পরিকল্পনাও নেই।’

শুক্রবার সকালে বগুড়া-সারিয়াকান্দি সড়কে ছয়টি সেতুর উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এ সব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির আন্দোলন বাধাগ্রস্ত করার কোনো পরিকল্পনা নেই। কারণ দেশের জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত নয়। বিএনপি দেশের জনগনকে তাদের সঙ্গে সম্পৃক্ত করতে পারেনি। জনগণ আন্দোলন চায় না।’

ওবায়দুল কাদের বলেন, ‘তারা জনগণকে সঙ্গে নিয়ে কিছু করতে পারবে না। তাদের সামনে চোরাপোপ্তা হামলা ছাড়া অন্য কোনো পথ নেই। সে জন্য চোরাই পথে ক্ষমতা দখলের জন্য চক্রান্ত চলছে।’

সমাবেশে সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান।

(ওএস/এটিআর/অক্টোবর ১৭, ২০১৪)