রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে গ্রাহকের কয়েক লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া পপুলার মাল্টিন্যাশনাল কোম্পানি নামে একটি ভুয়া এনজিও’র দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার নিজ এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- মহানগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকার ইসরাফিলের স্ত্রী রুমানা (২৫) এবং মেহেরচণ্ডি কড়াইতলা এলাকার ফজলুর করিম চৌধুরীর মেয়ে ফাউমিদা জেসমিন চৌধুরী মিলি (৩২)।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, অধিক মুনাফার লোভ দেখিয়ে এনজিওটি মতিহার থানা এলাকায় মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কোরবানির ঈদের সরকারি ছুটির কয়েক দিন আগে এনজিওটি গ্রাহকদের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।

ওসি আরো জানান, এনজিওটির মালিক মহানগরীর হেতেম খাঁ এলাকার এনতাজ উদ্দিন নামে এক ব্যক্তি। আটককৃত ওই দুই নারী গ্রাহকদের কাছ থেকে টাকা তোলার কাজ করতেন। এনজিওটি উঠে যাওয়ার পর তারাও চাকরি হারান এবং গ্রাহকদের ভয়ে পালিয়ে থাকতে শুরু করেন।

শুক্রবার স্থানীয় লোকজন রুমানা ও মিলিকে নিজ এলাকায় দেখতে পেয়ে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ওই এলাকা থেকে তাদের আটক করে মতিহার থানায় নিয়ে আসে।

আদালতের মাধ্যমে তাদের দুর্নীতি দমন কমিশনের হাতে তুলে দেওয়া হবে বলে জানান ওসি।

(ওএস/এটিআর/অক্টোবর ১৭, ২০১৪)