হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ও বাড়ি ঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়, বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের তাজুল ইসলাম দুলাল ও আফিল উদ্দিনের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিবাদটি এলাকার গণ্যমান্য মুরুব্বীয়ানগণ সালিশ বৈঠকে মিমাংসার উদ্যেগে নেন। শুক্রবার সকালে আফিল উদ্দিন ও তার লোকজন হঠাৎ করে প্রতিপক্ষ তাজুল ইসলাম দুলালের বাড়িতে ইট, পাটকেল ও ভাংচুর করে। এর জের ধরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত পারুল বেগম, মিলন বেগম, মালেকা খাতুনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে।

(পিডিএস/এটিআর/অক্টোবর ১৭, ২০১৪)