কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ইসলামপুর এলাকায় টমটম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাদশা ফকির (৬০) নামের এক কৃষক নিহত হয়েছে।

স্থানীয় লোকজন ও কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, মঙ্গলবার রাত আটটার দিকে টমটমে করে কৃষক বাদশা ফকির তার সলিমপুর গ্রামের বাসায় ফিরছিলো। এসময় বিপরীত দিক থেকে অাসা একটি অটোরিক্সা টমটমটিকে ধাক্কা দিলে টমটম যাত্রী বাদশা ফকির গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু প্রচন্ড রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে রাতেই ঢাকা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা জানান, সড়ক দূর্ঘটনায় মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করেনি। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানান।

(এমকে/এসপি/ডিসেম্বর ২১, ২০২২)