স্টাফ রিপোর্টার : শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, কলামিষ্ট মাহফুজ উল্লাহ, ফরহাদ মজহার, ইংরেজি দৈনিক নিউএজ সম্পাদক নুরুল কবীর, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও আইনজীবী তুহিন মালিকসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের অবাঞ্ছিত ঘোষণা করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

একই সঙ্গে সমাবেশে গোলাম মর্তুজা, দিলারা চৌধুরী ও আমেনা মহসিনকেওঅবাঞ্ছিত ঘোষণা করা হয়।

শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এ ঘোষণা দেন।

স্বাধীনতার ৪৩ বছর পর বীরঙ্গনাদের বীর মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের আত্মত্যাগে অর্জিত দেশের সকল শহীদ মিনার ও স্মৃতিসৌধের পবিত্রতা রক্ষার্থে ঘাতক-দালাল, মানবতাবিরোধী-যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজসহ গণশত্রুদের শহীদ মিনারে স্থান হবে না।

সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান বলেন, যুদ্ধাপরাধী ও দেশদ্রোহী পিয়াস করিমের লাশ শহীদ মিনারে আনার অপচেষ্টা করায় তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর ও শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করতে সরকারের নিকট আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক কামাল পাশা চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী, জাসদ ছাত্রলীগের সভাপতি সামছুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুশমত, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠু প্রমুখ।

(ওএস/এটিআর/অক্টোবর ১৭, ২০১৪)