রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো কিশোরী সুমী খাতুন (১৪)।

সোমবার সকাল নয়টার দিকে চারঘাট উপজেলার হাদীরপাড়া এলাকায় ওই কিশোরীর বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

সুমি বালুদিয়াড় উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। সুমি খাতুন চারঘাট উপজেলার হাদীরপাড়া এলাকার মখলেসুর রহমানের মেয়ে। একই গ্রামেরই দুলাল হোসেনের ছেলে রতন আলীর (১৮) সক্সেগ তার বিয়ের আয়োজন করা হয়েছিল।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের সম্মতিতে সোমবার সকালে ওই ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছিল।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বেসরকারী সংস্থা থানাপাড়া সোয়ালোজ ডিএস এর সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি, সাহারা খাতুন সেখানে উপস্থিত হন।

চারঘাট মডেল থানা ওসি জানান, বাল্যবিয়ের কুফল সম্পর্কে সুমির পরিবারকে জানানো হলে তারা বিয়ে বন্ধ করতে সম্মত হন। একই সঙ্গে উপযুক্ত বয়স না হওয়া পূর্যন্ত বিয়ে না দেয়ারও অঙ্গীকার করেন সুমির পরিবার।

(ওএস/এইচআর/এপ্রিল ২৮, ২০১৪)