আয়না

মানুষ মহাপ্রেম,সে বড় নিষ্ঠুর-
স্বপ্নভূক এ সৌন্দর্যের বিবরণ কিছু নাই,
পৃথিবীতে যতো রূপ আত্মার ততো আয়োজন

জীবন স্পর্শের সাধ ,উন্মাদ ঘোড়া ছোটে
নিসর্গের কামরায় ঘোরেফেরে বিবাগীসময়
স্বপ্নের করিডোরে কাঁদে উলঙ্গ বনসাঁই !

অলঙ্কার অহঙ্কারে জীবনস্তূপ কাঁধে
হেঁটে যায় চিতাগ্নি ফেরিওয়ালা,
দীর্ঘশ্বাসগুলো সারি সারি
পিছন ফিরে তাকায় না উর্ধ্বশ্বাস !

সৃষ্টি থেকে উত্তরকাল, রহস্য সন্ধানে
হারিয়ে যায় কতো মুখ,মুখস্ত’র আড়ালে,
মহাসিন্ধুর বিমূর্ত অব্যয়ে শূন্য সেঁচে সংখ্যা
ক্রমিক গণিতদিগন্ত প্রশ্ন হয়ে ফোটে........

কে মানুষ ?
নিসর্গ ব্যঞ্জিত আত্মা বিম্বিত কে আয়না ?



অদৃশ্যভ্রমণ


অবসরে তুমি অদৃশ্য ভ্রমণে যাও
খুলে রাখো মুদ্রাক্রীত সৌজন্যপোশাক!

কোথায় যাও সূর্যাস্তের দ্বিতীয় জগতে
ক্যানো এ্যাতো স্বপ্নব্যঞ্জনা রাতের প্লেব্যাক ?

কী নিবিড় চুম্বন তোমার গৃহপাঠে
পললজমা অন্ধকারে কী দাও দাসখৎ !

জানিনা দ্বিতীয় কোনো পৃথিবীতে
নিঃশব্দে তুমি ফুল হয়ে ফোটো কি না?

শোকসীমা ভেঙে জমা করো সঙ্গমকাল
নৃ-নূপুরে স্মৃতিহীন করো যতো দৃশ্যাবলী !

নির্জনবিলাসে ঢাকো কী দেহ !
শরীর বিলাও নিঃসঙ্গ উত্তাপে ?



উভচর

চোখ বুঁজলেই হারিয়ে যায় অনুসন্ধানীবেলা
নিখোঁজ জীবন হেঁটে যায় বক্র মেরুদন্ডে
জীবন,সেতো সময় আর সাহসের খেলা

মায়ের গর্ভ থেকে প্রসবের পর
যখোন শিশু ছিলাম,
কতো সারল্যেই না কাঁদতে পারতাম তখোন

আজ মানুষ
ব্যাঙের ক্লেশ মাথায় চেপে হাঁটি

দ্বিখণ্ডিত জীবন

এক ফালিতে লালাসিক্ত জিহ্বা
অন্য ফালিতে দীর্ঘশ্বাস...





নারী

তুমি আমার আমাকে ধারণ করো,আশ্রয় দাও
চিরচেনা সন্ধ্যাতারা মায়ায় মলিন করো
সূর্যের বিপরীতে সাজাও রক্তের অক্ষর,বিপণন ধ্যান

মুহূর্তের চেতনায় স্তব্ধতা আনো তুমি
কল্লোল তোলো,ঘুঙুরের সুগন্ধ বিলাও

আয়নায় প্রলুব্ধ করো শস্যের বাগান,শীর্ষফুল !

তুমি আমার আমাকে পালন করো,প্রশ্রয় দাও
রমণের জ্যোর্তিময় বিভায় প্রেমিকা প্রকাশ্যে জননী লুকাও...





কেউ নই আমি

আমি তোমাদের কেউ নই বন্ধু,কেউ নই আমি...
জন্মলোভে রাঙাতে এসেছি এই বসুন্ধরা
কখনো ছায়া কখনো সহচর হই

আমার আমাতে উলঙ্গ বেদনা ঝরে

গাঢ় শীতরাত্রির নিশ্চুপে জেগে থাকে
কান্নায় ভেজা চাঁদ

অ-স্হানের ক্ষত ঢেকে রাখি
যেন নয় এ্যামন কিছু শ্যামলবিষাদ !

মাটির অন্তর সর্বংসহা ,সয়ে যায়-
ভীরু যায় গোপন পায়ে,
সাহস চারিদিকে সৃষ্টি কাঁপায়...

দৃষ্টি জুড়ে নবীনারা স্হাপত্য বিন্যাসে
রেখে যায় মহাচিহ্ন জননীর-

আমার আমাতে উলঙ্গ বেদনা ঝরে

অসীম ভাবাবেগে কাকে যেন ভালোবাসতে যাই
ঈশ্বরীর পৃথিবীর সকল তৃণভূমি ভালোবেসে দেখি
আমার মরুভূমি পৃথিবী বিখ্যাত !

মহারূপ অন্ধকারে মায়া মরীচিকা
ওখানে তেষ্টার কোনো জলাধার নেই