মাগুরা প্রতিনিধি : ‘সারদার টাকা দিয়ে বাংলাদেশের কোন জঙ্গী সৃষ্টি করা যাবে না। এদেশের মানুষ তাদের চিরায়ত সংগ্রামী শক্তি দিয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসকে রুখবে। এদেশ অসাম্প্রদায়িক দেশ। সাম্প্রদায়িক জঙ্গীবাদের এখানে কোন স্থান নেই। অসাম্প্রদায়িক বাংলার হাজার বছরের ঐতিহ্য কোন অশুভ শক্তির কারণে নষ্ট হতে দেয়া হবে না।’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. বীরেন শিকদার এমপি আজ শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদ আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বর্তমান সরকারের নান উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রতিমন্ত্রী আরো বলেন- মাগুরা তথা সারাদেশের সুষম উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা শ্যামল কুমার দে শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা এমপি কামরুল লায়লা জলি, মাগুরার জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজল দেবনাথ, মাগুরার সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, ঐক্য পরিষদ নেতা জয়ন্ত কুমার দেব, নির্মল চ্যাটার্জি, সুকুমার বিশ্বাস, এ্যাড. প্রদ্যুৎ কুমার সিংহ, বাসুদেব কুন্ডু, পংকজ সাহা, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোহাম্মদ আওলাদ হোসেন, শ্রীপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মশিয়ার রহমান, আমলসার ইউনিয়ন চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, সাংবাদিক অপূর্ব কুমার মিত্র প্রমুখ।

(ওএস/এটিআর/অক্টোবর ১৭, ২০১৪)