এ.কে আজাদ, রাজবাড়ী : বোহেমিয়ান থিয়েটারের প্রযোজনায় ও আয়োজনে রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় রাজবাড়ীর পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি মিমলনায়তনে মঞ্চায়িত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত নাটক ‘কবি’।

সম্পূর্ণ নাটকটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেছেন, রাজবাড়ী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেছেন, পাংশা পৌর মেয়র মো. ওয়াজেদ আলী মন্ডল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য ও পাংশা নাট্যলোকের সভাপতি উত্তম কুমার কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার সাহা (কার্তিক), নাট্য পরিচালক ও অভিনেতা মো. লিটু করিম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

এই নাটকটি মঞ্চায়িতর মাধ্যমে বোহেমিয়ান থিয়েটারের আত্মপ্রকাশ ঘটেছে। নাটকটিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন, ভাষন খান ও নায়িকার চরিত্রে অভিনয় করেছেন নূর হাজান ইসলাম লামিয়া। এছাড়াও ১৬ জন অভিনয় শিল্পী এই নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করছেন ইফতেখার সৌরভ। সার্বিক সহযোগীতা করেছেন, বোহেমিয়ান থিয়েটারের সংগঠক ও সমন্বয়ক উৎপল সরকার।

নাটকটি উপভোগ শেষে আমন্ত্রীত অতিথিরা তাদের অভিমত প্রকাশের মাধ্যমে জানান, পাংশার একঝাক তরুণদের উদ্যোগে পরিবেশিত নাটকটি তাদের হৃদয় ছুঁয়ে গেছে। বোহেমিয়ান থিয়েটারের সার্বিক সফলতা কামনা করেছেন তারা।

(একে/এএস/ডিসেম্বর ২৬, ২০২২)