হবিগঞ্জ প্রতিনিধি : জেল থেকে বের হয়েই লাশ হলেন জেলার সদর উপজেলার পইল গ্রামের যুবক সোহেল মিয়া (২৮)। শুক্রবার রাত ১২টায় তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বাবা কালা মিয়া জানান, একটি মামলায় ৫ মাস সাজা ভোগ করে শুক্রবার জামিনে বের হন তার ছেলে। রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন সোহেল।

এর কিছুক্ষণ পরই একটি শব্দ পেয়ে বাড়ি থেকে বের হন তিনি। পরে পাশের ধানক্ষেতে গিয়ে ছেলে সোহেলের লাশ দেখতে পান বলে জানান কালা মিয়া।

হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোহেলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

(ওএস/এইচআর/অক্টোবর ১৮, ২০১৪)