শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলার বিকাল ৪টার দিকে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে নামাপাড়া গ্রামের আঃ আজিজের মেয়ে আছিয়া (৪) বাড়ির পাশে রাস্তা পার হতে গেলে মিশুক গাড়ীর ধাক্বায় গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

একই দিনে বিকাল ৫টার দিকে একই গ্রামে মনোয়ার হোসেনের মেয়ে মাহি (৩) পরিবারের অগোচরে বাড়ির পাশে খেলা করা অবস্থায় ডোবার পানিতে পড়ে মৃত্যু হয়।

তাদের মৃত্যুতে পরিবারে মাঝে শোকের ছায়া নেমে আসে।

বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, পরিবারের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এসপি/এএস/ডিসেম্বর ২৭, ২০২২)