নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে অপহরণ করে হত্যার ৩২ দিন পর সনি (৫) নামে এক শিশুর লাশের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।

জেলার মনোহরদীর আতুশাইল গ্রামের একটি জঙ্গলে শনিবার সকাল ৮টা থেকে তার লাশ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

এ ঘটনায় হারিছ মিয়া (২৫), তার মা মাজেদা বেগম (৪৫), বাবা মনজিল মিয়া (৫০), জহির মিয়া (৩০), শাহীন মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আরও একজনসহ (তার নাম জানা যায়নি) ছয়জনকে আটক করেছে পুলিশ।

মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা তানভীর আহমদ জানান, আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে ওই স্থান থেকে লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, অপহরণের তিন দিন পর গত ১৬ সেপ্টেম্বর শিশুটিকে হত্যা করে ওই স্থানে লাশ মাটিচাপা দেওয়া হয় বলে জানিয়েছে অপহরণকারীরা।

জমি নিয়ে বিরোধের জের ধরেই এ অপহরণ ও হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন আটকরা। শনিবার বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত লাশের বিভিন্ন অংশ খোঁজা হচ্ছে।

(ওএস/এইচআর/অক্টোবর ১৮, ২০১৪)