স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহে হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় দারিদ্র্য মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী শহরের পৌর ইকোপার্ক দেবদারু এভিনিউতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলার খাজুরা গ্রামের সবুজ পাঠাগারের শিশুদের মাঝে এক ফুটবল খেলার আয়োজন করা হয়। পরে পাঠাগারের শিশুদের মধ্যে সোয়েটার, খাতা, কলম, রঙিন বেলুন, চকলেট, ফুটবলসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতের পোশাক উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভা নারী কাউন্সিলর ও হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের উপদেষ্টা ফারহানা রেজা আঞ্জু, মর্নিংবেল চিলড্রেন একাডেমীর পরিচালক শাহিনুর রহমান লিটন, হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাসিমা হাসান,নারী বিষয়ক সম্পাদক মালেকা হেনা মায়া,নারী বিষয়ক সহ- সম্পাদক মল্লিকা সাহা,মাল্টিমিডিয়া একাডেমি ঝিনাইদহের পরিচালক নাজমুল আলম রিগান,হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের সহ-সভাপতি মাহমুদ আল হাসান সাগর, ব্যাচ-৯৮ এডমিন জামিল ইনভি মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি মোঃ রুবেল পারভেজ,সবুজ পাঠাগার স্কুলের পরিচালক আলমগীর কবির,হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহান লিমনসহ আরো অনেকে।

(একে/এএস/ডিসেম্বর ৩১, ২০২২)