মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর কালকিনি উপজেলার কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামে শুক্রবার গভীর রাতে কাপড় ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের বাড়িতে ডাকাতির ঘটনা হয়েছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে ৫ জন আহত হয়েছে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মুখোশধারী ৮/১০ জন ডাকাতদল বিশ্বজিৎ দাসের ঘরের জানালা ভেঙ্গে ভিতর প্রবেশ করে। এ সময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।


ডাকাতদের বাধা দিতে আসলে অস্ত্রের আঘাতে বিশ্বজিৎ দাস (৩৫), মুক্তা দাস (২৫), অংকন দাস (৩), সত্যরঞ্জন দাস (৬৮) ও কমলা রানী দাস (৫৭) আহত হয়। তারা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

কালকিনির ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(এএসএ/এএস/অক্টোবর ১৮, ২০১৪)