এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ায় জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইংরেজি বর্ষ বিদায় ও নববর্ষ উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র কম্বল ও সুস্বাদু খাবার উপহার দেয়া হয়। নববর্ষে এই ব্যতিক্রমী কর্মসূচি এবার নিয়ে ৯ম বারের মতো অনুষ্ঠিত হলো। 

গতকাল শনিবার রাতে বগুড়া শহরের মাটিডালি বিমানমোড় এলাকায় ছিন্নমূল বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র কম্বল ও সুস্বাদু খাবার উপহার দেয়া হয়। শীতবস্ত্র কম্বল ও সুস্বাদু খাবার উপহার প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রাবেয়া খাতুন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি মাসুদার রহমান, দৈনিক বাংলা ৭১ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি রাশেদ, যুবলীগ নেতা সংগ্রাম দাস, চন্দন রায় এবং ছাত্রলীগ নেতা ও ফাউন্ডেশনের সদস্য মাহফুজার রহমান।

প্রধান অতিথি বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রাবেয়া খাতুন বলেন, জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশনের এই কর্মসূচিতে এর আগেও ক'বার অংশ নেয়ার সুযোগ হয়েছে। মধ্য রাতে যখন সবাই পিকনিক ও আতশবাজি করে ইংরেজি নববর্ষ উদযাপন নিয়ে ব্যস্ত ঠিক সেসময় এই সংগঠন মানবিক কর্মসূচির উদাহরণ সৃষ্টি করে চলেছে। রাস্তার পাশে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করে কষ্ট লাঘবে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। সমাজের অবস্থা সম্পন্ন মানুষেরা এই ব্যতিক্রমী উদ্যোগ অনুসরণ করে এগিয়ে এলে দেশের সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হবে। জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি প্রদান, চিকিৎসা সহায়তা ও বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার মানবিক কর্মসূচির জন্য প্রশংসার দাবিদার। "মানবতার সেবায় নিরন্তর আমরা" এই শ্লোগানের মাঝেই জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য প্রস্ফুটিত হয়েছে।

(এটিআর/এসপি/জানুয়ারি ০১, ২০২৩)