স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের সরকার অনুমোদিত দেশী মদের দোকানে চলছে মাদকের রমরমা বাণিজ্য। সেখানে সরকারি লাইসেন্সধারী মাদকসেবীদের কাছে মদ বিক্রির কথা থাকলেও নিয়মনীতির তোয়াক্কা না করে স্কুল কলেজের শিক্ষার্থী ও উঠতি বয়সী যুবকদের কাছে দেদারসে বিক্রি করা হচ্ছে। এতে রাস্তা ঘাটে মাদক সেবীদের মাতলামীর যন্ত্রনায় প্রায় নাজেহাল হতে হচ্ছে বলে অভিযোগ তুলেছে এলাকাবাসী।

তথ্য অনুসন্ধানে জানা গেছে আনুমানিক শতাধিক লাইসেন্সধারী মদক্রেতা আছে। কিন্তু সেখানে তালিকা মেনে মদ বিক্রি করেন না বিক্রেতা। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত সেখানে চলে মাদকের আড্ডা। উঠতি বয়সী যুবক, স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেনিপেশার মানুষ মদ কিনতে আসে। আর এসব ঘটনা ঘটছে শহরের কবি গোলাম মোস্তফা সড়কের তাসলিমা ক্লিনিকের বিপরীতে অবস্থিত স্বরজিৎ কুমার সরকারের লাইসেন্সধারী মদের দোকান সংলগ্ন তার বাড়িতে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সুধজিন জানান,গত কয়েক মাস ধরে শহর জুড়ে চুরি,ছিনতাই ও হত্যাকান্ডের মত ঘটনা ঘটেই চলেছে। এখনি সরকারী মদের দোকানে ক্রেতাদের লাগাম টানতে না পারে তাহলে শহরের এর চেয়ে আরো ভয়াবহ ঘটনা ঘটবে।

বিষয়টি নিয়ে মদ বিক্রেতা স্বরজিৎ সরকার জানান, আমি এখানে নিয়ম মেনেই মদ বিক্রি করি।

এ ব্যাপারে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার জানান, এসব ঘটনা আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখবো।

(একে/এসপি/জানুয়ারি ০৩, ২০২৩)