শিমুল সাহা, লক্ষ্মীপুর : উপমহাদেশের বৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লক্ষ্মীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্বা জানান লক্ষ্মীপুরের সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

এসময় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এর আয়োজনে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা ও সাইকেল র‍্যালীতে অংশগ্রহন করেন নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

আনন্দ শোভাযাত্রা ও সাইকেল র‍্যালীটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী বঙ্গবন্ধু চত্বরে এসে সমবেত হয়।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব, এডভোকেট রাসেল মাহমুদ মান্না,ফরিদা ইয়াসমিন লিকা, সৈয়দ আহম্মদ পাটোয়ারী, কবির পাটোয়ারী, জাকির হোসেন ভূইয়া আজাদ, রুহুল আমীন মাস্টার,নুরুল আজিম বাবর, রাকিব হোসেন লোটাসসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।

(এস/এসপি/জানুয়ারি ০৪, ২০২৩)