একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : মহান স্বাধীনতা যুদ্ধে আংশগ্রহন কৃত সেনা মুক্তিযোদ্ধাদের উল্লেখযোগ্য অবদান এবং ত্যাগ তিতিক্ষাকে স্মরণীয় করে রাখতে রাজবাড়ীতে ৪ সেনা মুক্তিযোদ্ধাকে পাকা গৃহ নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশ সেনা বাহিনী। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ছোট নুরপুর গ্রামে ৩ মুক্তিযোদ্ধা ও ১ মুক্তিযোদ্ধার সন্তানের হাতে নির্মাণকৃত গৃহের চাবি তুলে দেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ মাহবুবুর রশীদ।

পরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। এসময় অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের উদ্যোগে বাংলাদেশ গেজেট তালিকাভুক্ত প্রকৃত গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের জন্য সেনাবাহিনী কল্যাণ তহবিল এর আর্থিক অনুদানের মাধ্যমে এসব গৃহ নির্মাণ করা হয়।

(একেএমজি/এসপি/জানুয়ারি ০৫, ২০২৩)