স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট খোন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেছেন,বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই পিয়াস করিমের মতো একজন উঁচুমাপের রাজনৈতিক বিশ্লেষকের মরদেহ শহীদ মিনারে নিতে দেয়নি।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার মাসদাইর মজমুল মিলনায়তনে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

মাহবুব হোসেন বলেন, নারায়ণগঞ্জ হচ্ছে, আন্দোলনের সুতিকাগার। পাকিস্তান আমল থেকে নারায়ণগঞ্জ থেকে সব আন্দোলনের সূত্রপাত হয়েছে। এ সরকার পতনের আন্দোলনও নারায়ণগঞ্জ থেকে শুরু হবে।

প্রয়াত পিয়াস করিমকে নিয়ে রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, শহীদ মিনার নিয়ে সরকার তার পৃষ্ঠপোষকতায় যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তার প্রতিবাদের ভাষা আমার জানা নেই।

তিনি বলেন, যে সরকার গুণীজনদের সম্মান জানাতে পারে না, সে সরকারের এ ধরনের আচরণকে ঘৃণার সঙ্গে প্রতিবাদ জানাই। শহীদ মিনার ভাষা আন্দোলনের প্রতীক। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত শহীদ মিনারকে দলীয়ভাবে ব্যবহার করলে এর পরিণতি হবে ভয়াবহ। দেশের মানুষ এর জবাব দেবেই।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৃষ্টিপ্রতিবন্ধী বিএনএসবির কাউন্সিলর আমির হোসেন।

(ওএস/এটিআর/অক্টোবর ১৮, ২০১৪)