স্টাফ রিপোর্টার : সারা পৃথিবীতে নারী-পুরুষের বৈষম্য নিয়ে কথা চললেও খোদ বলিউডে বড় ধরনের বৈষম্য চলছে নায়ক-নায়িকাদের মধ্যে। বেশ কিছুদিন যাবৎ বলিউডে এ নিয়ে চাপা একটি যুদ্ধ চলছে। বরাবরই বলিউডের নায়কেরা নায়িকাদের থেকে বেশি বেতন পেয়ে আসছে। কিন্তু এবার সমপারিশ্রমিকের দাবি তুলেছ বলিসুন্দরিরা।

একটি মুভি করার পর একজন নায়ক যা পারিশ্রমিক পান, তার অর্ধেক পান নায়িকারা। আর তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন তারা।

ক্যাটরিনা থেকে শুরু করে রানি সবার মুখে এর আগে এই প্রশ্ন উঠে এসেছে বারবার এক। তাদের বক্তব্য একটি ছবি হিট করার পেছনে একটা নায়কের যতটা পরিশ্রম থাকে ঠিক ততটাই থাকে নায়িকাদের, কখনওবা তার চেয়ে বেশি থাকে পরিশ্রম থাকে।

তাই এবার এই একই প্রশ্ন করলেন দীপিকা পাডুকোন। তিনি বলেন নায়ক-নায়িকাদের সমপারিশ্রমিকের দাবি এখন বলিউডের একটা বড় সমস্যা কিন্তু এটা কোন লিঙ্গদ্বন্দ নয়। আমরা এই বিশাল ব্যবধানের পারিশ্রমিক অবস্থাটা পরিবর্তন চাই।

(ওএস/এটিআর/অক্টোবর ১৮, ২০১৪)