স্টাফ রিপোর্টার : সরকারবিরোধী আন্দোলনের সফলতার মধ্য দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

শনিবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাসাস ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘তারেক রহমান ও বর্তমান বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া বলেন, ১/১১ সরকার তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো। আজও সে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই সরকারবিরোধী আন্দোলন সফল করেই তারেক রহমানকে দেশে আনতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির রাজনীতি বাঁচাতে হলে রাজপথে নামতে হবে। এসি রুমে বসে বক্তব্যে দিলে হবে না। আর রাজপথে নামার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে।

জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে সরে রাখতে ক্ষমতাসীনরা ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

আয়োজক সংগঠনের আহ্বায়ক ডা. আরিফুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।

(ওএস/এটিআর/অক্টোবর ১৮, ২০১৪)