জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ পৌরসভা মেয়র পদে নির্বাচন শনিবার কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপ-নির্বাচনে ২০ বছরের নির্বাচিত প্রতিনিধি পৌর জাপা সভাপতি, সাবেক প্যানেল ও ভারপ্রাপ্ত মেয়র আব্দুল মালেক ফারুক তালা প্রতীকে ২২৯৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল খালিক চশমা প্রতিকে পেয়েছেন ১৫৫৫ ভোট।

জাফরুল ইসলাম দোয়াতকলম প্রতীকে ১২৭১, আব্দুর রহমান লুকু কাপপিরিচ প্রতীকে ১২০৪ ও ইমরান আহমদ আনারস প্রতীকে পেয়েছেন ৮৫১ ভোট। ১০ হাজার ১৩০ ভোটারের মধ্যে ৭ হাজার ৩০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাতিল হয়েছে ১২৩ ভোট। ৭১ শতাংশ ভোটারই এ নির্বাচনে তাদের মতামত প্রদান করেছে। সর্বোচ্চ ৮১ শতাংশ ভোট পড়েছে পঙ্গবট রেজিষ্টারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও সর্ব নিম্ন ৬৬ শতাংশ ভোট পড়েছে জকিগঞ্জ আইডিয়াল কিন্টার গার্ডেনে। উপজেলা রিটার্নিং অফিসার টিটন খীসা আব্দুল মালেক ফারুককে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষনা করেছেন।

(এসপি/এটিআর/অক্টোবর ১৮, ২০১৪)