একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল কালাম আজাদকে (৪০) খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গোয়ালন্দ উপজেলার হাউলি কেউটিল এলাকার আবদুল গনির ছেলে রনি (২৩), কুমড়াকান্দি এলাকার সালামের ছেলে ইমরান (২৭) ও নছর উদ্দিন সরদার পাড়া এলাকার চেনরুদ্দিন ফকিরের ছেলে রুবেল ফকির ওরফে সোনাকে (২৮) গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে ভুক্তভোগী ওই চিকিৎসক।

গ্রেফতার কালে মামলার তিন আসামিকে ছিনতাইয়ে ব্যবহৃত খেলনা পিস্তল, নগদ দুই হাজার টাকা ও ছিনতাই করা মোবাইলসহ গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই চিকিৎসক বলেন, গত রোববার রাত ৮টা থেকে আমি জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলাম। রাত সাড়ে ১১টার দিকে আমি জরুরি বিভাগের পাশে রেস্টরুমে পানি পান করতে যাই। সে সময় রনি ও ইমরান অনুমতি ছাড়াই রেস্টরুমে প্রবেশ করে এবং রুবেল দরজার পাশে দাঁড়িয়ে থাকে। তারা কী কারণে রুমে প্রবেশ করছে জানতে চাইলে প্রতি উত্তরে তারা বলে যে, যেখানে আছিস সেখানে দাঁড়া, নড়াচড়া করবি না, নড়াচড়া করলে মেরে ফেলব। এ বলেই ইমরান একটি কালো পিস্তল বের করে আমাকে হাত ওপরে উঁচু করতে বলে। আমি দুই হাত উঁচু করতে না চাইলে ইমরান পিস্তল দিয়ে আমার বাম হাতের কব্জিতে আঘাত করে গুরুতর জখম করে। রনি তার হাতে থাকা চাকু বের করে আমাকে আঘাত করতে তেড়ে আসে। তখন আমি দুই হাত ওপড়ে উঁচু করলে রনি আমার প্যান্টের পিছনের ডান পকেটে থাকা মানিব্যাগ বের করে সেখান থেকে নগদ ছয় হাজার ১০০ টাকা এবং ডান হাতে থাকা মোবাইলটি ছিনিয়ে নেয়। এরপর তারা আমাকে রুমের ভেতরে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে দ্রুত হাসপাতাল থেকে চলে যায়। পরে আমার চিৎকার শুনে হাসপাতালের জরুরি সেবায় কর্মরত দীপক কুমার সাহা বাইরে থেকে দরজা খুলে আমাকে উদ্ধার করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল কালাম আজাদকে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে তিনজন। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী চিকিৎসক। মামলার তিন আসামিকে ছিনতাইয়ে ব্যবহৃত খেলনা পিস্তল, নগদ দুই হাজার টাকা ও ছিনতাই করা মোবাইলসহ গ্রেফতার করা হয়েছে।

(একেএমজি/এসপি/জানুয়ারি ১০, ২০২৩)