মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : ২০২২ সালের ১৩ নভেম্বর মৌলভীবাজার সদর মডেল থানায় পুলিশের দায়ের করা মামলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজিরা দিতে গিয়ে মৌলভীবাজার জেলা বিএনপি ও এর সহযোগি সংগঠনের ৬ নেতাকে জামিন দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে আসামী পক্ষের আইনজীবীরা তাদের পক্ষে জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রিপন মিয়া, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন।

আসামী পক্ষের আইনজীবী এড. সৈয়দ নেপুর আলী জানান, গত বছরের ৩০ নভেম্বর ওই মামলার আসামীরা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেছিলেন এবং হাইকোর্টের আদেশ অনুযায়ী মৌলভীবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চলতি মাসের ৯ জানুয়ারী বন্ড প্রদান করেন। এর পর হাইকোর্টের আদেশ অনুযায়ী আসামীরা ১০ জানুয়ারী মৌলভীবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত দীর্ঘ শুনানী শেষে তাদের জামিন পুলিশ রিপোর্ট পর্যন্ত মঞ্জুর করেন। এ সময় রাষ্ট্র পক্ষে কোর্টের সিএসআই জামিনের বিরোধীতা করেন।

ওই মামলায় আদালতে আসামী পক্ষের আইনজীবী হিসাবে শুনানীতে অংশগ্রহন করেন এড. সৈয়দ নেপুর আলী, শুনানীতে সহযোগীতা করেন সিনিয়র আইনজীবী এড. মুজিবুর রহমান মুজিব, এড. গিয়াস উদ্দিন মজনু ও এড. মোঃ বিল্লাল হোসেন।

(একে/এসপি/জানুয়ারি ১০, ২০২৩)