গাজীপুর প্রতিনিধি : কালীগঞ্জ উপজেলায় দোকান থেকে বাকিতে পণ্য কেনা নিয়ে ক্রেতা-বিক্রেতার বিবাদ মেটাতে সালিশে বসেন গ্রামের মুরব্বিরা। কিন্তু ওই বৈঠকেই শুরু হয়ে যায় দু’পক্ষের সংঘর্ষ। আর এতে গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারালেন সফিজউদ্দিন ওরফে তফিক (৬০) নামে এক বৃদ্ধ।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার শৈলাদি গ্রামে এ ঘটনাটি ঘটে।

কালীগঞ্জ থানার সহকারী এএসআই মোজাম্মেল হক বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে শৈলাদি গ্রামের একটি দোকানে বাকিতে পণ্য কেনা নিয়ে দোকানি ও এক ক্রেতার মধ্যে বিবাদ হয়। ঘটনাটি মীমাংসা করতে রাত ৮টার দিকে সালিশ বসে। এ সময় দু’পক্ষ সালিশ না মেনে উল্টো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সফিজউদ্দিনসহ ৫ জন আহত হন। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


(ওএস/এইচআর/অক্টোবর ১৯, ২০১৪)