চুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলার দামুড়হুদা উপজেলায় মোবাইল অপারেটর বাংলালিংকের একটি টাওয়ারের জেনারেটর থেকে ২১০ লিটার জ্বালানি তেল চুরি করে পালানোর সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের টাওয়ার থেকে চুরি হওয়া ওই তেল বহনকারী ট্যাঙ্কলরিসহ আটকের পরদিন শনিবার বাংলালিংক কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা করে।

দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, তেল চুরি করে পালানোর সময় শুক্রবার স্থানীয়রা নারায়ণগঞ্জের আসিফুর রহমান ও রুবেল হোসেন এবং বরিশালের টিটোকে একটি ট্যাঙ্কলরিসহ রাস্তায় আটকে রাখেন।

তিনি বলেন, খবর পেয়ে শনিবার বিকেলে টাওয়ারের জেনারেটরের চুরি করা ২১০ লিটার জ্বালানি তেলসহ ওই লরিটি (ঝালকাঠি ট-৪১-০০০৮) থানায় আনা হয়।

কামরুজ্জামান আরও বলেন, এ ঘটনায় খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্বে থাকা বাংলালিংকের লিগ্যাল অ্যাডভাইজার আ স ম ইনামুজ্জামান একটি মামলা করেছেন।

(ওএস/এইচআর/অক্টোবর ১৯, ২০১৪)