একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি  উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা কে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামকে বরণ করে নেয়া হয়েছে। বিদায় ও বরণ অনুষ্ঠান যেমনি ছিল বেদনার তেমনি ছিল আনন্দের। 

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বিদায় ও বরণ আনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাম মোহাম্মদ মিয়া সাবেক উপ-সচিব মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়।

বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বালিয়াকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, জহুরুল ইসলাম,কল্লোল বসু,আলমগীর বাদসা, রেজাউল করিম, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও ডিবিসি নিউজ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিত দাস প্রমুখ।

সভায় বক্তারা আম্বিয়া সুলতানা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভ‚য়সী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি সুচারুরুপে প্রশাসনিক দায়িত্ব করেছেন বলে অভিমত ব্যক্ত করেন।

বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বলেন আমি দুই বছরের কার্যকালে সব সময় চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি আপনাদের অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অফিসারদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা কে সম্মাননা স্বারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান ও নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা রফিকুল ইসলাম কে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

(ওএস/এসপি/জানুয়ারি ১১, ২০২৩)