কক্সবাজার প্রতিনিধি : জেলার টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নাফ নদী এলাকায় রবিবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবি টেকনাফের ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, নাফ নদী এলাকায় সংঘবদ্ধ মাদক চোরাকারবারি দল ইয়াবার বিপুল পরিমাণ চালান বাংলাদেশে সরবরাহ করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালন করা হয়। ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি নৌকা ও ইয়াবাগুলো উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য এক কোটি বিশ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

(ওএস/এইচআর/অক্টোবর ১৯, ২০১৪)