মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বিদায়ী অর্থ বছরের (২০২২) সকল প্রকার রাজস্ব আয় থেকে ও বিভিন্ন সময়ে মামলার জব্দকৃত আলামত নিলামে বিক্রি করে অর্জিত প্রায় সাড়ে ২৮ লক্ষ টাকা সরকারের কোষাগারে জমা দিয়েছেন মৌলভীবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতির (১২ জানুয়ারি) দুপুরে আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, বিদায়ী বছরে আদালতের রাজস্ব আয় থেকে প্রাপ্ত এই বিপুল পরিমাণ অর্থ ব্যাংকের মাধ্যমে রাষ্ট্রিয় কোষাগারে জমা দেয়া হয়েছে। কোষাগারে জমা দেয়া এই অর্থের পরিমাণ ২৮ লক্ষ ৫৪ হাজার ১শত ৯৩ টাকা।

এদিকে আদালত কর্তৃক রাষ্ট্রিয় কোষাগারে বিপুল পরিমাণ অর্থ জমা দেয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনজীব সুশীল সমাজ ও বিচারপ্রার্থীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এর আগে এতো অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার নজির নেই। এটি নতুন দৃষ্টান্ত।

(একে/এসপি/জানুয়ারি ১২, ২০২৩)