স্টাফ রিপোর্টার : রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয় নতুন কমিটির নেতাকর্মীরা রবিবার তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন। এর আগে শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয় বিদ্রোহী পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা।

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, নতুন কমিটির সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাকদ আকরামুল হাসান রবিবার সকাল ১০টার দিকে প্রায় তিন শতাধিক নেতাকর্মীসহ নয়াপল্টনে এসে পৌঁছান। এরপর ছাত্রদল কার্যালয়ের বাইরের গেটে লাগানো তালা ভেঙে ফেলে। সরেজমিন তাদের দলীয় কার্যালয়ের ভেতরে ও বাইরে অবস্থান করতে দেখা গেছে।

এদিকে ছাত্রদলের নতুন কমিটির বিরুদ্ধে অবস্থান নেওয়া বিদ্রোহী নেতাকর্মীরা শনিবার ঘোষণা দিয়েছিল রবিবার থেকে প্রতিদিন সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান নেবে এবং বিকেল ৫টা পর্যন্ত থাকবে। নতুন কমিটি বাতিল না করা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে বলেও তারা ঘোষণা দিয়েছিল। তবে সকাল ১১টা পর্যন্ত বিদ্রোহী কোনো নেতাকর্মীকে নয়াপল্টনে দেখা যায়নি।

(ওএস/এইচআর/অক্টোবর ১৯, ২০১৪)