এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আল মামুন খান। তিনি জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

শুক্রবার (১৩ জানুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক জেলার পলাশ উপজেলা পরিষদকে এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে উল্লেখ করা হয় দুই দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি কর্তৃক ঢাকায় ২০২১-২২ অর্থ বছরে বাস্তবায়ন গবেষণা কর্মের ফলাফল সুপারিশের উপর ডিসোমিশন কর্মশালায় চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে এই সম্মানে ভূষিত করা হয়েছে।

দুইদিন ব্যাপী কর্মশালা শেষে সারা দেশ থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ৪০ জনের মধ্যে হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল মামুনকে দক্ষতা ও কর্মতৎপরতার মূল্যায়নের ভিত্তিতে জেলা পর্যায়ের প্রতিবেদনে এ শ্রেষ্ঠত্বের সম্মানে ভূষিত করা হয়।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ আল মামুন খান বলেন, আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে হাবাসপুর ইউনিয়নকে বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য।

(একে/এএস/জানুয়ারি ১৪, ২০২৩)