মানিকগঞ্জ প্রতিনিধি : জেলার সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের নিলটেক গ্রামে রবিবার সকালে ছেলে তার বাবা-মাকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় পুলিশের গুলিতে ও গণপিটুনিতে ছেলে সাইদুর রহমানের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নিহতরা- মহিউদ্দিন পরমাণিক (৬০) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৫০)।

নিহত মহিউদ্দিনের বোন নুরী বেগম জানান, তার ভাইপো সাইদুর রহমান ভারসাম্যহীন ছিলেন। কোনো কাজকর্ম করতেন না। এ নিয়ে কয়েকদিন আগে তার ভাই-ভাবির সঙ্গে সাইদুর রহমানের ঝগড়া হয়।

এ কারণে সাইদুর রহমান কুপিয়ে তার তার ভাই-ভাবিকে হত্যা করেছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সকালে ঘরের ভিতরে বাবা-মাকে হত্যার পর সাইদুর রহমান ওই ঘরের অবস্থান করছিলেন। কেউ তার পাশে যেতে পারছিলেন না। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটকের জন্য চার রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে সাইদুর রহমান দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় পুলিশ তার পায়ে গুলি করে। এতে তিনি পড়ে যান। ক্ষুব্ধ গ্রামবাসী তখন তাকে পিটিয়ে হত্যা করে।

সিংগাইর থানার ওসি সৈয়দ জামান জানান, সকাল সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে। ঘাতক ছেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি করে। এক পর্যায়ে গ্রামবাসী তাকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।

(ওএস/এইচআর/অক্টোবর ১৯, ২০১৪)