একে আজাদ, রাজবাড়ী : পাংশার বাহাদুরপুর ইউনিয়নে বীরবিক্রম শহিদ খবিরুজ্জামান মুক্তিযুদ্ধ সৃতিসৌধ ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহম্মদ আবু হেনা। 

আজ শনিবার দুপুরে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মৃধাবাড়ীতে বীরবিক্রম শহিদ খবিরুজ্জামান মুক্তিযুদ্ধ সৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহম্মদ আবু হেনা, বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধক্ষ্য (অব) এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, চেয়ারম্যান জেলা পরিষদ রাজবাড়ী, জনাব ড. এম এ মাজেদ, সাবেক মহাপরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল হামিদ, সাবেক অতিরিক্ত সচিব, সড়ক ও জনপদ বিভাগ, জনাব ফরিদ হাসান ওদুদ, চেয়ারম্যান পাংশা উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা জনাব শফিউজ্জামান মৃধা, সাবেক জেনারেল ম্যানেজার রুপালি ব্যাংক লিমিটেড।

জনাব মোঃ ইউসুফ হোসেন,নির্বাহি প্রকৌশলী এলজিইডি রাজবাড়ী, বীর মুক্তিযোদ্ধা জনাব চাঁদ আলী খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার পাংশা, জনাব মোঃ সজিব হোসেন চেয়ারম্যান ১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ ও অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতি পাংশা উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আলী স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু।

উক্ত প্রকল্পটির প্রাক্কলিত মুল্যঃ ৩৫,৯৬,১৩৭.৫৩/- বাস্তবায়নেঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পাংশা রাজবাড়ী।
নির্মাণ কারী সংস্থাঃ এক্সপোর্ট এন্ড ইমপোর্ট, রাজবাড়ী।

(একে/এসপি/জানুয়ারি ১৪, ২০২৩)