রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার ৩ ইউনিয়নে অসহায় শীতার্ত মানুষদের কম্বল দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

রবিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ৩টি ইউনিয়ন লক্ষ্মীরচর, তুলশীরচর ও শরিফপুরে এক হাজার কম্বল বিতরণ করা হয়। সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া হয়েছে এ কম্বল।

তিন ইউনিয়নেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, তুলশীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ্, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম ইয়াজদানী, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবীর, ১নং ওয়ার্ডের মেম্বার মো. মুসলিম উদ্দিন প্রমুখ।

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোজাফফর হোসেন জানান, আমি প্রতিবছরই শীতবস্ত্র বিতরণ করি। এবারও শীতবস্ত্র নিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। মানুষ যাতে শীতে কষ্ট না পায় এজন্য আমার এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

(আরআর/এসপি/জানুয়ারি ১৫, ২০২৩)