লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ জানুয়ারী) সকাল ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)'র সহায়তায় লোহাগড়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি রানী মজুমদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান, লোহাগড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, কাজী মুর্শিদা, মানব পাচার ও নিরাপদ সড়ক বাস্তবায়ন কমিটির নড়াইল জেলার সভাপতি সৈয়দ খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সহ প্রমুখ। কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, জন প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/জানুয়ারি ১৬, ২০২৩)