লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া ফুটবল খেলার মাঠে যাত্রা গানের নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বন্ধের দাবীতে গতকাল রবিবার সকালে কাশিপুর ইউনিয়নের দশটি গ্রামের সহস্রাধিক প্রতিবাদী মানুষ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে নড়াইলের জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি পেশ করা হয়েছে ।

জানা গেছে, লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া গ্রামের সার্বজনীন দূর্গা মন্দিরের সাহায্যার্থে গত শুক্রবার (১৭অক্টোবর) থেকে কচুবাড়িয়া ফুটবল খেলার মাঠে যাত্রাগান শুরু হয়। ওই মাঠে যাত্রা গানের নামে সারারাত অশ্লীল নৃত্য, র‌্যাফেল ড্র ও বিভিন্ন ধরণের জুয়ার আসর চলছে। অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বন্ধের দাবীতে গতকাল রবিবার সকাল ১১ টার দিকে কাশিপুর ইউনিয়নের এড়েন্দা, কাশিপুর, পদ্মবিলা, ঈশানগাতী, কচুবাড়ীয়া, ধোপাদহ, বাহিরপাড়া, বসুপটি, গিলাতলা, সারুলিয়া গ্রামের সহস্রাধিক প্রতিবাদী মানুষ এড়েন্দা বাসষ্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করতে গেলে লোহাগড়া থানা পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধা উপেক্ষা করে প্রতিবাদী মানুষ ২ কিলো মিটার পথ পায়ে হেঁটে উপজেলা সদরে পৌঁছায় । পরে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তৃতা করেন শাহাদত হোসেন বাবু কাজী, আজিজুর রহমান আরজু, সাজ্জাদুর রহমান কচি, মনির হোসেন সেন্টু, সুলতান মাহমুদ বিপ্লব, শফিকুল আলম, কোবাদ হোসেন, বাদশা কাজী ও ওলিয়ার রহমান। বক্তারা, এলাকার হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পূর্ব মুহুর্ত্বে যাত্রা গানের নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বন্ধের জন্য প্রশাসনের সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশ শেষে আজিজুর রহমান আরজু ও সাজ্জাদুর রহমান কচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নড়াইলের জেলা প্রশাসক বরাবর লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) মাধ্যমে নিকট একটি স্বারকলিপি পেশ করেন। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তহমিনা খাতুন স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সুবাস বিশ্বাস মিছিলে পুলিশি বাঁধার বিষয়টি অস্বীকার করেন।

(আরএম/এএস/অক্টোবর ১৯, ২০১৪)