আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ঘেরের মাছ চুরি করাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা রাতে খড়ের গাদায় আগুন দিয়ে হামলায় চালিয়ে মহিলাসহ ৫ জনকে পিটিয়ে আহত করেছে। আহতদের হাসপাতালে ভর্তিতে বাধা দেয়ারও  অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের ইয়াকুব আলী সরদারের মাছের ঘের থেকে মাছ চুরি হয়। শনিবার সকালে চুরি করা মাছ বাজারে বিক্রি করতে গেলে ইয়াকুব আলী ওই মাছ তার ঘেরের দাবী করলে একই এলাকার কালু ও লালু তাকে লাঞ্চিত করে। শনিবার বিকেলে লালু মিয়ার ছেলে শাকিল হাওলাদার পুনরায় ইয়াকুবের ঘেরে মাছ ধরতে গেলে ইয়াকুব আলী সরদারের মেয়ে মঞ্জুয়ারা বেগম চুরি করা মাছসহ শাকিলকে আটক করে। আটকের খবর পেয়ে কালু, লালু, চান মিয়া, জাকির, সবির ও কবিরসহ ১৫-২০ জন মিলে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে ইয়াকুব সরদারের বাড়িতে হামলা চালায়।

হামলায় গুরতর আহত হয় মঞ্জুয়ারা বেগম, আবির সরদার, কহিনুর বেগম, ইমাম সরদারসহ ৫ জন। এসময় তারা ইয়াকুব আলী সরদারের বাড়ির খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আহতদের হাসপাতালে আনতে গেলে প্রতিপক্ষের লোকজন সাকো ভেঙ্গে ফেলে চিকিৎসায় করতে আসায় বাধা প্রদান করেন। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য শামীম ফরিয়ার উপস্থিতিতে হাসপাতালে ইমামের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এব্যাপারে মো. মাসুদ রানা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(টিবি/এএস/অক্টোবর ১৯, ২০১৪)