হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অর্ডিনারী গ্রুপে মোতাচ্ছির প্যানেলের ৭ জন ও সেলিম প্যানেলের ৫ জন নির্বাচিত হন। এছাড়া এসোসিয়েট গ্রুপে জনি-শিবু প্যানেল জয়লাভ করেছে। নির্বাচিত ১৮ জনের প্রত্যক্ষ ভোটে ২ বছরের জন্য ১ জন প্রেসিডেন্ট ও ২ জন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আগামী ৩০ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সূত্রে জানা গেছে।

নির্বাচনে অর্ডিনারী গ্রুপে মোতাচ্ছিরুল ইসলাম ৬৪৪ ভোট, মশিউর রহমান শামীম ৬০৬ ভোট, আতাউর রহমান সেলিম ৫৭৮ ভোট, কাজী কামরুল আহমেদ ৫৭০ ভোট, মিজানুর রহমান ৫৬০ ভোট, ডাঃ আহমুদুর রহমান আবদাল ৫৫২ ভোট, ফখরুল আলম বাবুল ৫১৩ ভোট, মিজানুর রহমান শামীম ৫০৩ ভোট, মোঃ নাছির উদ্দিন ৪৬৩ ভোট, মোঃ দেওয়ান মিয়া ৪৫৯ ভোট, এন এম ফজলে রাব্বী রাসেল ৪৪৯ ভোট ও দুলাল সূত্রধর ৪৪২ ভোট বিজয়ী হন। এছাড়া এসোসিয়েট গ্রুপে কায়সার আহমেদ চৌধুরী জনি ২৩৮ ভোট, মোঃ জয়নাল আবেদীন ২০৭ ভোট, এস এম হেমায়েত উল্লাহ রিজু ২০৪ ভোট, অজেয় বিক্রম দাশ শিবু ১৯৫ ভোট, শেখ আনিসুজ্জামান ১৭৮ ভোট ও সোহেল রানা তালুকদার ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৯টা থেকে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। টানা ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে অর্ডিনারী গ্রুপে ৯৬৪ জন ভোটারের মধ্যে ৯১৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২১টি ভোট বাতিল হয়। এসোসিয়েট গ্রুপে ৩১৩ জন ভোটারের মধ্যে ২৯০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ প্রপে ৪টি ভোট বাতিল হয়। নির্বাচনে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন মর্তুজা ইমতিয়াজ।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান সকাল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সার্বক্ষণিক অবস্থান করে দায়িত্ব পালন করেন। নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। আইন শৃংখলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন পুলিশ প্রশাসনের লোকজন।

(পিডিএস/এএস/অক্টোবর ১৯, ২০১৪)