চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে আজ বুধবার দুপুরে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের শ্রীমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এরআগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

শ্রীশ্রী অনুকূলচন্দ্র সৎসঙ্গ চাটমোহর উপজেলা শাখার সভাপতি শ্রী সন্তোষ নন্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরুন চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হেমায়েতপুর, পাবনার সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, বিলচলন ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক শ্রী অশোক চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাটমোহর উপজেলা সভাপতি জয়দেব কুন্ডু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, রথীন্দ্রনাথ কুন্ডু, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ডাঃ জাকির হোসেন প্রমূখ। এসময় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, সুরেশ চক্রবর্তী, প্রভাষক আফজাল হোসেন, মেহেদী হাসান, সুজা উদ্দিন বিশ্বাস, সুদাম দত্ত, রিন্টু কুন্ডুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র’র সৎসঙ্গ আশ্রমের নিজস্ব জায়গায় এই মন্দির স্থাপিত হচ্ছে। চাটমোহর উপজেলার গুয়াখড়া গ্রামে ছিল ঠাকুর অনুকূল চন্দ্রের পৈত্রিক নিবাস।

(এস/এসপি/জানুয়ারি ১৮, ২০২৩)