মাগুরা প্রতিনিধি : ‘স্যানিটেশনের অভ্যাস করি, সুস্থ্য সবল বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে  মাগুরায় রবিবার শুরু হয়ে জাতীয় স্যানিটেশন মাস-২০১৪।

এ উপলক্ষে ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রোকৌশল অধিদপ্তরের উদ্যোগে শহরে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসকরে কার্যালয় হতে বের হয়ে আছাদুজ্জামান মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রোকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মুন্সী মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাহাত অনোয়ার, সিভিল সার্জন ডা. সুনীল চন্দ্র রায়, পৌর মেয়র ইকবাল আখতার খান কাফুর, ব্র্যাক ওয়াশ কর্মসূচির উর্ধতন আঞ্চলিক ব্যবস্থাপক হারুনার রশিদ, রমেশ চন্দ্র বর্মণ,জেলা প্রতিনিধি রোকেয়া বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘রোগ জীবানু থেকে মুক্ত থাকতে হলে স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারের কোন বিকল্প নেই। এর পাশপাশি মল ত্যাগ শেষে সাবান অথবা ছাই দিয়ে হাত ধোয়াসহ পায়খানা পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরী’।

অনুষ্ঠানে জেলা জনস্বাস্থ্য প্রোকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক হাসান্জুামান বলেন, ‘জাতীয় পর্যায়ে ৮৮ শতাংশ ও মাগুরা জেলা প্রায় ৯০ শাতাংশ মানুষ স্যানিটেশনের আওতায় এসেছে। এটি খুব দ্রুতই সারা দেশসহ মাগুরাতেও ১০০ শতাংশে উন্নিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি’।

(ডিসি/এএস/অক্টোবর ১৯, ২০১৪)