চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর নতুন বাজার খেয়াঘাট এলাকায় বড়াল নদের উপর তৈরি হচ্ছে ব্রিজ। এই ব্রিজের নির্মাণ কাজ চলছে বেশ কিছুদিন যাবত। এই ব্রিজেরই উত্তর পাশে বিলচলন ইউনিয়নের কুমারগাড়া এলাকায় সরকারি সড়কের পাশে রয়েছে একটি বড় বটগাছ। সেই বটগাছটি গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) কাটা শুরু করে কুমারগাড়া এলাকার কতিপয় ব্যক্তি। বৃক্ষ নিধনকারী এই চক্রের সদস্যরা বটগাছের ডালাপালা কেটে সাবার করে। খবরটি জানার পর স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন স্থানে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের ফোন রিসিভ না করলেও সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

বিলচলন ইউপি চেয়ারম্যান মোঃ আকতার হোসেন বলেন, আমি এখনই মেম্বরকে বলছি, গাছ কাটা বন্ধ করতে। সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেলেও বটগাছটির সকল ডালপালা কাটা অবস্থায় দেখতে পান। বুধবার গিয়ে দেয়া যায় বড় বড় কয়েকটি গাছের ডাল পড়ে ছিল মাটিতে। বাকি ডালপালা মঙ্গলবার রাতেই এলাকার লোকজন বাড়িতে নিয়ে যায়।

এলাকার লোকজন জানান, ব্রিজ থেকে নামতে অসুবিধা হবে, তাই বটগাছটি এলাকাবাসী কেটে ফেলার আয়োজন করে। সরকারি সড়কের সরকারি গাছ এভাবে প্রকাশ্যে কাটার বিষয়ে কারো কোন অনুমোদন নেওয়া হয়নি। কারা গাছ কেটেছে, তাও কেউ বলছেনা। তবে ফেসবুকে একটি ভিডিও পাওয়া গেছে, সেখানে গাছে উঠে ডাল কাটাসহ গাছের নিচে কিছু ব্যক্তিকে অবস্থান করতে দেখা গেছে। তাদের মধ্যে স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম, চাটমোহর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আকতার হোসেন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আঃ মান্নান মুন্নাফসহ কয়েকজনকে দেখা যায়।

এ বিষয়ে উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আঃ মান্নান মুন্নাফ বলেন, এলাকার লোকজন ডাল কেটে খড়ি বানিয়েছে। জনগণের চলাচলে অসুবিধা হবে তাই জনগণ সেগুলো কেটেছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান বলেন, বটগাছ কাটা কোনভাবেই সমুচিন নয়। এটা অপরাধ। আমি ইউএনও স্যারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার কথা বলবো।

(এসএইচএম/এএস/জানুয়ারি ১৮, ২০২৩)