এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে বিজয় আনন্দ মেলায় চলছে র‌্যাফেল ড্র’ মেলার অনুমোদন দেওয়া হলেও র‌্যাফেল ড্র’র বাইরে র‌্যাফেল ড্র’র টিকিট বিক্রির কোন অনমতি নেই বলে জানা গেছে। 

প্রতিদিন পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় ৩০/৩৫ টি স্পটে র‌্যাফেল ড্র’র টিকিট বিক্রি করা হচ্ছে, এদিকে সাধারণ মানুষ হুমরি খেয়ে পড়েছে টিকিট কেনার জন্য। রাজবাড়ী জেলার অলি গলিতে মাইকিং করে বিক্রি করা হচ্ছে র‌্যাফেল ড্র’র টিকিট।

আলিম নামের এক টিকিট ক্রেতা বলেন প্রতিদিন ১০ টা করে টিকিট ক্রয় করছি এখনো কোন কিছু পায়নি, এদিকে গ্রামের মধ্যেও নেমে গেছে টিকিট
বিক্রেতারা।

এদিকে পাংশা উপজেলায় কাদের ইন্দনে র‌্যাফেল ড্র’র টিকিট বিক্রি করছে তারা কারা লীজ নিয়েছে এ বিষয়ে রয়েছে ধ্রমজাল। জনশ্রতি রয়েছে পাংশার প্রভাবশালী নেতার এক ছোট ভাই নাকি লীজ নিয়েছেন টিকিট বিক্রির। এদিকে সর্বশান্ত হচ্ছেন পাংশার সাধারণ মানুষ এদিকে কোন ভ্ররুক্ষেপ নেই যেন কারোর।

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, মেলার অনুমতি জেলা প্রশাসক মহাদয় দিয়েছেন তবে পাংশাতে র‌্যাফেল ড্র’র বিক্রি করার জন্য কোন অনুমতি নেই।

(একে/এসপি/জানুয়ারি ১৯, ২০২৩)