রংপুর প্রতিনিধি : রংপুরসহ উত্তরবঙ্গের ১৬ জেলায় নভেম্বর মাস থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা। রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে এই ধর্মঘট দেওয়া হবে বলে জানিয়েছেন নেতারা।

রবিবার সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা এক মানববন্ধন কর্মসূচি থেকে এ লাগাতার পরিবহন ধর্মঘট আহ্বানের হুমকি দেওয়া হয়। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি চলে।

আনোয়ারুল ইসলাম রাজা বলেন, রংপুর জেলা প্রশাসন ৭ সেপ্টেম্বরের ঘটনাটি সুষ্ঠু তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। কিন্তু আজও কোনো সমাধান না হওয়ায় শ্রমিক ইউনিয়ন নেতারা মনে করছেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ছাড়াও তাদের নেতা মজিদের ওপর হামলার ঘটনায় ক্ষতিপূরণ না দেওয়া হলে ছয় হাজার পরিবহন শ্রমিককে সঙ্গে নিয়ে সমগ্র উত্তরবঙ্গে লাগাতার পরিবহন ধর্মঘট দিয়ে অচল করে দেওয়া হবে।

(ওএস/এটিআর/অক্টোবর ১৯, ২০১৪)