বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও রাজৈর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজৈর উপজেলা চত্বর থেকে আনন্দ র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজৈর উপজেলা চত্বরে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান, রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, রাজৈর উপজেলা ভূমি কর্মকর্তা, খাদিজা আক্তার,রাজৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, সেলিনা মোস্তফা, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, সাহাবুদ্দিন সাহা, মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য, নুরজাহান পারুল, বদরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ গোলাম ফারুক,আমগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জমিরউদ্দিন খান, সরকারী রাজৈর কেজেএস পাইলট ইনিস্টিটিউ এন্ড কলেজ এর, অধ্যক্ষ, অলীক কুমার ধর, রাজৈর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মনীন্দ্রনাথ বাড়ৈ, রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা, মানিক মল্লিক, রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ফজলুল হক সলা শো শোকার ও বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ, সাংবাদিক বৃন্দ, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ।

র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান,বক্তাগন, মাদারীপুর উৎসব এর কার্যক্রমের বিবরণী ও কার্যক্রমের দিকনির্দেশনা বিষয়ক আলোচনা করেন।

(বিডি/এসপি/জানুয়ারি ১৯, ২০২৩)