একে আজাদ, রাজবাড়ী : দীর্ঘ সাত বছর বিনামূল্যে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী বিতরণের মাধ্যমে সেবা দিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনটি, তারি ধারাবাহিকতায় এবার অসহায় মানুষের মাঝে ট্রিড হেলথ কার্নিভাল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রিড। ট্রিডের সভাপতি মনজুর এরশাদ খানের সভাপতিত্বে।

বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ডা. সাইদুর রহমান সামাদ, ডা. জাহাঙ্গীর আলম, ডা. নিষাদ আলমগীর ও ট্রিড ম্যানদের সহযোগিতায় প্রায় ৮ শত অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন, স্বাস্থ্য বিষয়ক বরিশাল বিভাগের সাবেক পরিচালক(স্বাস্থ্য) ডা. সাইদুর রহমান (সামাদ), এন,জি ও বিষয়ক ফিলিপাইন আন্তর্জাতিক এনজি পরামর্শক ড. শ্যামল কুমার সাহা।

এ আয়োজন সম্পর্কে ট্রিড এর সভাপতি মনজুর এরশাদ খান জানান - ট্রিড হেলথ কার্নিভাল এর পাশাপাশি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের অন্যান্য সকল সমস্যার মধ্যে স্বাস্থ্য সমস্যা, বাল্যবিবাহ, আর্থিক সমস্যা ও সচেতনতার অভাবকেই প্রধান কারণ হিসেবে দেখছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। ২০১৫ সাল থেকে ট্রিড বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।

সেবাসমূহগুলোর মধ্যে রয়েছে- বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার। এছাড়াও সংগঠনটির আগামী দিনের কর্মপরিকল্পনা - ট্রিড অনলাইন স্কুল, অনলাইন ব্লাড ব্যাংক এবং আইটি ইন্সটিটিউট। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন ট্রান্স রিজিওনাল ইভোলভিং এফার্ট ফর ডেভেলপমেন্ট -ট্রিড।

(একে/এএস/জানুয়ারি ২০, ২০২৩)