স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটি পূর্ণাঙ্গ নয়, আংশিক করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী  এ্যানী।

তিনি পদবঞ্চিতদের উদ্দেশ্যে বলেন, বিচলিত হওয়ার কিছু নেই। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সময় মেধা ও দক্ষতা অনুযায়ী সমন্বয় করার সুযোগ রয়েছে। আজ রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ্যানী বলেন, ক্ষমতাসীন সরকার বসে নেই, তারা দূর থেকে তাদের এজেন্ডা বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসময় তিনি ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহযোগিতা কামনা করেন।

বর্তমান কমিটিতে যারা রয়েছে তাদের অধিকাংশই বিগত আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় ছিলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই এক জন থাকতে পারে। তবে এ কমিটিতে মেজর কোনো ভুল নেই।

পদ বঞ্চিতদের বিষয়ে কোনো ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে এ্যানী বলেন, সিনিয়র যারা বাদ পড়েছে তাদেরকে বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনে স্থান দেয়ার বিষয়ে বিবেচনা করা হবে। এমনকি তাদের পক্ষ থেকে কাউকে কাউকে বিএনপিতেও নেয়া হতে পারে।

দলীয় শৃঙ্খলা যারা ভঙ্গ করছে তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে কিনা জানতে চাইলে সাবেক ছাত্রদল সভাপতি এ্যানী বলেন, বিএনপি এ বিষয়ে অবগত আছে। অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

(ওএস/এটিআর/অক্টোবর ১৯, ২০১৪)