দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই পৌর এলাকার বড় বাজার সার্বজনীন দূর্গা মন্দির কমিটির আয়োজনে শনিবার দুপুরে বিশ্ব শান্তি কল্পে গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। বিল্যপত্র, ফল, ফুল, ঘি, মধু, চিনি, কলা, বাতাসা, দই মিষ্টিসহ ডালা সাজিয়ে মন্দির প্রাঙ্গনে উপবাসি ভক্তরা আসেন। ধর্মীয় ভাবধারায় ভক্ত নারীর পুরুষের অংশগ্রহনে উৎসব অঙ্গন মুখরিত হয়ে উঠে।

গীতাযজ্ঞ অনুষ্ঠানে পৌরহিত্য করেন সাভার কাতলা পুর কানাইলাল বিগ্রহ মন্দির(ইসকন) কমিটির সাঃ সম্পাদক শ্রী নিতাই দয়াল দাস ব্রক্ষ্রচারী। এসময় অনুষ্ঠানে সভাপত্বি করেন আয়োজক মন্দিন কমিটির সভাপতি ডাঃ অজিত বসাক। আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারন সম্পাদক রঞ্জিত পাল, পানু গোপাল পাল, দেবাশীষ গোস্বামী, স্বরাজ পালসহ অনেকে।

সাভার কাতলা পুর কানাইলাল বিগ্রহ মন্দির ইসকনে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গীতার ১৮ টি অধ্যায় পাঠ করা হয়। এরপর বিশ্ব শান্তি কল্পে গীতাযজ্ঞানুষ্ঠান শুরু হয়।

গীতাযজ্ঞানুষ্ঠান শেষে আগত সকল ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

(ডিসিপি/এএস/জানুয়ারি ২১, ২০২৩)