রাজশাহী প্রতিনিধি : এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বিক্রির অভিযোগে রাজশাহী মহানগরীর লোকনাথ স্কুলের সামনের মার্কেট থেকে তিন জনকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

সোমবার দিনগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয়। এসময় দোকান থেকে একটি ফটোস্ট্যাট মেশিন জব্দ করেছে পুলিশ।

আটকরা হলেন, এইচএসসি পরীক্ষার্থী সুরঞ্জিত কুমার ঘোষ, দোকান মালিক সুজন কুমার সরকার ও দোকানের কর্মচারী আবু বাক্কার মোহাম্মদ জাকারিয়া।

বোয়ালিয়া থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এটিএসআই) খালেদুর রহমান জানান, মঙ্গলবার হিসাব বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। লোকনাথ স্কুল মার্কেটে অবস্থিত গ্রিন ভিডিও ওয়ার্ল্ড নামে দোকানটিতে সোমবার রাত ১২টার দিকে ওই বিষয়ের প্রশ্নপত্র ফটোকপি করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে ফটোকপি প্রশ্নপত্রসহ এইচএসসি পরীক্ষার্থী সুরঞ্জিত কুমার ঘোষকে আটক করা হয়।

পরে দোকানের ভেতরে অভিযান চালানো হলে দোকান থেকে প্রশ্নপত্রের আরও ফটোকপি উদ্ধার করা হয়। ওই সময় দোকানের মালিক সুজন কুমার সরকার ও দোকানের কর্মচারী আবু বাক্কার মোহাম্মদ জাকারিয়াকে আটক করে পুলিশ।

প্রশ্নপত্র ফটোকপির কাজে ব্যবহার করা ফটোস্ট্যাট মেশিনটিও জব্দ করা হয়েছে বলে জানান এটিএসআই খালেদুর রহমান।

মঙ্গলবার পরীক্ষা শুরু হলে ফটোকপি করা প্রশ্নপত্রটি মিলিয়ে দেখা হবে। তার পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এটিএসআই।

(ওএস/এইচআর/এপ্রিল ২৯, ২০১৪)