শিতাংশু গুহ


ফেব্রুয়ারী মাসে প্রেসিডেন্ট নির্বাচন। একজন হিন্দু প্রেসিডেন্ট হলে কেমন হয়? নাহয় খৃষ্টান বা বৌদ্ধ? বা আদিবাসী, উপজাতি? খুবই কি অসম্ভব? কেন? সংবিধানে তো বাধা নেই। উপযুক্ত হিন্দু পাওয়া যাবেনা? যাবে, সেটি সমস্যা নয়। সমস্যা হচ্ছে, চিন্তায়, মননে! লেখাটি এজন্যেই, অন্তত: কিছু মানুষ চিন্তা করুক। সামনের মাসে কে হবেন প্রেসিডেন্ট, তা শেখ হাসিনা’র সিদ্ধান্ত, তিনি যাঁকে চাইবেন, তিনিই হবেন বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট। শুধু প্রেসিডেন্ট কেন, শেখ হাসিনা’র আশীর্ব্বাদ ব্যতিত এমপি হবেন, এমন নেতা এখন আওয়ামী লীগে নেই! 

প্রেসিডেন্ট পদটি সাংবিধানিক, মর্যাদাপূর্ণ, তবে ‘ঠুঠু’ জগন্নাথ, ততটা ক্ষমতা নেই, মন্ত্রী পরিষদ শাসিত সরকারে তাই হয়; যেমন ভারতের রাষ্ট্রপতি। সামনে নির্বাচন, তাই এ বছর রাষ্ট্রপতি নির্বাচনটি গুরুত্বপূর্ণ। বর্তমান রাষ্ট্রপতি যোগ্য, বিশ্বস্ত, তাকে রাখতে হলে সংবিধান সংশোধন করতে হবে। স্পীকারকে রাষ্ট্রপতি নির্বাচিত করা যায়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদল নেত্রী তিনজনই মহিলা হয়ে যায়, এতে ‘ওমেন এমপাওয়ারমেন্ট’ হয় বটে, তবে কিন্তু আছে। বিশ্বস্ত মানুষ চাই, শেখ হাসিনা নিশ্চিত বিচারপতি শাহাবুদ্দিন আহমদ-র কথা ভুলে যাননি।

এবারই হিন্দু রাষ্ট্রপতি হোক, তা নয়, শেখ হাসিনা তা করবেন না, হিন্দু রাষ্ট্রপতি বানিয়ে তিনি মোল্লাদের ভোট নষ্ট করবেন না, কোন নেতা তা করেনা। ২০০৮-এ সজীব ওয়াজেদ জয়-এর সাথে আমাদের একটি ঘরোয়া বৈঠক হয়েছিলো, সেখানে বর্তমান বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিকী উপস্থিত ছিলেন। সজীব তখন বলেছিলেন, আমি চাই আগামী ২৫বছরে বাংলাদেশে একজন হিন্দু রাষ্ট্রপতি হউক। হিসাবে করে দেখলাম ২০০৮+২৫= ২০৩৩ সালে বাংলাদেশ একজন হিন্দু রাষ্ট্রপতি পাবে? সবকিছু ঠিকঠাক চললে রাষ্ট্রপতি নির্বাচন হবে, ২০২৩, ২০২৮ এবং ২০৩৩।

দুনিয়া বিস্তর পাল্টাচ্ছে। বৃটেনের প্রধানমন্ত্রী একজন প্র্যাকটিসিং হিন্দু, লন্ডন শহরের মেয়র একজন মুসলমান, মার্কিন ভাইস-প্রেসিডেন্ট একজন হিন্দু, ভারতে চারজন মুসলমান রাষ্ট্রপতি ছিলেন, বাংলাদেশে ধর্মীয় দেয়াল ‘বার্লিন ওয়ালের’ মত ভেঙ্গে যাওয়া অসম্ভব নয়। বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে ধর্মীয় গণ্ডির বাইরে এসেছিলো, আবার যে আসবে না, তা কি কেউ বলতে পারেন? কেউ হয়তো ভাবতে পারেন, দাদার মাথা খারাপ হয়ে গেছে, ‘অসম্ভব’ কল্পকাহিনী বা আবোল-তাবোল লিখছে! তা নয়, এখন যা অসম্ভব মনে হয়, ক’দিন পরে তা সম্ভব হতেও পারে।

মোদ্দা কথা হচ্ছে, সংবিধান অনুযায়ী যেকোন ধর্মাবলম্বী রাষ্ট্রপতি হতে পারেন, সুতরাং আশা করতে দোষ কি? হিন্দুরা যদি এমপি, মন্ত্রী হতে পারেন, তাহলে রাষ্ট্রপতি হবেন না কেন? এমনটি ঘটলে সেটি হবে স্মার্ট বাংলাদেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এজন্যে শুধু দরকার, উন্নত চিন্তাধারা, চিন্তার উৎকর্ষতা। কেউ কি ভেবেছিলো, ঋষি সুনাক বৃটিশ প্রধানমন্ত্রী হবেন, অথবা মুম্বাইয়ের অশোক ভারাদকারের পুত্র লিও ভারাদকার দ্বিতীয়বার আইরিশ প্রধানমন্ত্রী হবেন? লন্ডনের মেয়র সাদেক খান ২য় বার নির্বাচিত হয়েছেন। ওরা পারলে বাংলাদেশের মানুষও পারবে।

লেখক : আমেরিকা প্রবাসী।